ইউ,এ,ই আল আইন বিএনপি’র উদ্যোগে-৪৯’তম মহান বিজয় দিবস ও বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগ্রাম ডেস্ক:গত ২৭/১২/২০১৯ ইং আল আইন সুপার রেস্টুরেন্ট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

আল আইন বি এন পির, সম্মানিত সভাপতি শওকত উসমান (রানার) সভাপতিত্বে

মাহবুবুর রহমান( টিটু) যুগ্ম সাধারণ সম্পাদক,

আল আইন বিএনপি।

ও আঃ হান্নান, সম্মানিত সাংগঠনিক সম্পাদক আল আইন বিএনপি – এর যৌথ পরিচালনায়,

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পির  জাতীয় নির্বাহী  কমিটির তথ্য গবেষনা বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ফেডারেশন,  সভাপতি জনাব কাদের গনি চৌধুরী।

প্রধান বক্তা আলহাজ্ব মোহাম্মদ রফিক,

সহ সভাপতি, সংযুক্ত আরব আমিরাত (বিএনপি)

বিশেষ অতিথি, ফটিকছড়ি বিএনপির নেতা, মোঃ সরোয়ার, এস.এইচ,এম, ফারুক, সহ সাধারণ সম্পাদক ইউ,এ,ই কেন্দ্রীয় বিএনপি।

রাউজান বিএনপির নেতা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, আল আইন বিএনপির সাবেক উপদেষ্টা জনাব মোঃ বেলাল উদ্দীন, শফিকুল ইসলাম (শফিক)

সহ সভাপতি আল আইন বিএনপি, আনোয়ার আলম (মনছুর) সাবেক সহ-সভাপতি দুবাই বিএনপি,

হুমায়ুন কবীর (সুমন) সাংগঠনিক সম্পাদক, দুবাই বিএনপি।

আল আইন, আল কূয়া বিএনপির সভাপতি মোঃ সেলিম, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি তারেক আহমেদ সাদিক, মিরসরাই বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন, আল আইন, আল ইয়াহার, আল কূয়া বিএনপির নেতৃবৃন্দ এছাড়া

 বি,এন,পি, ও  অঙ্গ সংগঠন বিএনপির বিভিন্ন আঞ্চলিক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন প্রদেশ থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like