ইশরাক হোসেন:জিতলে মেয়র,হারলে নেতা!

সংগ্রাম ডেস্ক: ইশরাক হোসেন।এই সময়ের টক অব দি কান্ট্রি। একজন স্মার্ট উচ্চ শিক্ষিত তরুণ রাজনীতিবিদ। যতটুকু জানি তার পড়াশোনাও সম্ভবত নগর উন্নয়ন বিষয়ে।বিএনপি মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তিনি।ঢাকাকে নিয়ে তার অাছে স্বপ্ন, অাছে সুনির্দিষ্ট পরিকল্পনা।কয়েক দিনের নির্বাচনী প্রচারণা দেখে যা মনে হল খুব অল্প সময়েই ঢাকাবাসীর খুব কাছাকাছিই চলে গেলেন তিনি।তার বাবা সাদেক হোসেন খোকা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বহুল আলোচিত “ক্র্যাক প্লাটুনের” একজন দুঃসাহসী গেরিলা যোদ্ধা যিনি ঢাকাকে পাক হানাদার মুক্ত করতে জীবন বাজী রেখে লড়াই করে ছিলেন।ছিলেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র। 

নেতাকর্মীদের সাথে যোগাযোগ,সাহসীবক্তৃতা,প্রচারণার কৌশল,বডি ল্যাংগুয়েজে ঢাকাবাসী সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরসূরী হিসেবেই ইশরাক হোসেনকে গ্রহণ করছে এতে কোনো সন্দেহ নেই।ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষের যে জোয়ার উঠেছে নুন্যতম সুষ্ঠু নির্বাচন হলেও প্রতি পক্ষের অত্যন্ত লজ্জা জনক হার হবে।

শেখ হাসিনা এমপি নির্বাচনে সাদেক হোসেন খোকার কাছে হেরে ছিলেন।সুতরাং ইশরাক হোসেনের জন্য তাপসকে খুব শক্তিশালী প্রার্থী মনে করার কিছু নেই। 

নির্বাচন ন্যুনতম সুষ্ঠু হলে ইশরাক হোসেন মেয়র হচ্ছেন,  

অার জোর করে নিয়ে গেলেও বিএনপির রাজনীতিতে সম্ভবত একজন তরুণ নেতা হিসাবে ইশরাক হোসেনের বিস্ময়কর উত্থান হতে যাচ্ছে।

You might also like