কামাল মিয়ার পিতা আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দুয়া মাহফিল

সংগ্রাম ডেস্ক: বৃটিশ বাংলা এসোসিয়েশনের অন্যতম উদ্যোগত্তা যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব কামাল মিয়ার মরহুম পিতা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও সালিস ব্যক্তিত্ব জনাব হাজি সোনা মিয়া সাহেব গত ০৯/০১/২০২০ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। 

মরহুমের  আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

স্থান :ব্রিকলেইন জামে মসজিদ 

লন্ডন ই ১

সময় :১৩ই জানুয়ারী ২০২০ রোজ সোমবার বার ,বাদ ইশা (৭:০০)

উক্ত মিলাদ ও দুআ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরুদ জানাচ্ছি। 

অনুরূদক্রমে 

ব্রিটিশ বাংলা এসোসিয়েশন যুক্তরাজ্য

আরো পড়ুন