সংগ্রাম ডেস্ক: বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ বলে জানিয়েছেন তাঁর বোন সেলিমা ইসলাম।
সোমবার, ফেব্রুয়ারি ১১, ২০২০, অপরাহ্নে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সনকে দেখে এসে সংক্ষিপ্ত প্রেসব্রিফিং এ এই তথ্য জানিয়েছেন তিনি। তিনি জানান, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। শ্বাসকষ্টে কথা বলতে পারছেন না। পাঁচ মিনিটও দাঁড়াতে পারে না। বাম হাত সম্পূন্ন বেঁকে গেছে। এখন ডান হাতও বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না। খেলেই বমি করছেন। গায়ে জ্বর। সমস্ত শরীর ব্যথা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন ভয়াবহ পরিস্থিতি জানিয়ে সেলিমা ইসলাম খালেদা জিয়াকে এখনি মুক্তি দেয়ার আহ্বান জানান যাতে তাঁরা তাঁর যথাযথ চিকিৎসা করাতে পারেন।
গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির কাছে দোয়া চেয়েছেন বলেও জানান সেলিমা ইসলাম।