সংগ্রাম ডেস্ক: খুলনা মহানগর প্রচার দলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা-
২৭ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি’র খুলনা মহানগর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে ৭৪ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর প্রচার দল-বিএনপিপি’র আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
সংগঠনটির সাধারন সম্পাদক রাজিব কুমার ঘোষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি’র সাংগঠনিক অভিভাবক প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মাহফুজ কবির জাতীয়তাবাদী খুলনা মহানগর শাখার আংশিক পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক মেয়র, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহিম আহমেদ রুবেলকে সভাপতি ও খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহামুদুল হাসান মুন্নাকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর প্রচার দল-বিএনপিপি’র ৭৪ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে।