সংগ্রাম ডেস্ক: অনেক আগে থেকেই আমরা বার বার বলেছি ‘মুক্তিযুদ্ধ’ শব্দটা আপনারা এইভাবে অন্যায় ও অনৈতিক কাজে ব্যবহার করবেন না।
অথচ হেন কোন অপকর্ম নাই যা মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তারা করে নাই।
ভোট ডাকাতি,লুন্ঠন,বিরোধী মতকে দলন,মানুষের অধিকার হরন, হত্যা,নিপীড়ন সহ যা কিছু অন্যায় ও অপকর্ম আছে-তার ষোলকলাই তারা পুর্ণ করেছে। একেক সময়ে একেক বেশ ধারন করে তারা এই অপকর্মগুলি করেছে। আর এর বিরুদ্ধে যারাই কথা বলেছে,তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বা জামাত শিবির ট্যাগ দেয়া হয়েছে।
অবশেষে এখন দিবালোকের মতোই স্পস্ট হচ্ছে যে, বিরোধী কন্ঠকে স্তব্ধ করা,স্বার্থ সিদ্ধি ও অপকর্মের কাজে অবৈধ শাসকেরাই এই মুক্তিযুদ্ধের নামকে অন্যায়ভাবে ব্যবহার করেছে।
কারন এখন সমাজের সর্বস্তর থেকেই এমন কথা উঠছে,এমনকি সরকারী দলের ভেতর থেকেই কেউ কেউ বলছে ও মেনে নিচ্ছে। না হলে জাহাঙ্গীর কবির নানক আর বাহাউদ্দিন নাসিম তো কম ঠেলায় এত তোপের মুখে ভিপি নুরু ও অন্যান্য আহতদের হাসপাতালে দেখতে যায় নাই।
আর কম ঠেলায় তো মামলা গ্রহন করে নাই,আর দুইটারে গ্রেফতারও করে নাই।
সবই উপরওয়ালার লীলা খেলা-কখন যে
কাকে কোন জালে ফেলে তা একমাত্র তিনিই ভালো জানেন !
জয় বাংলা ! জঙ্গিলীগ আর ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ সামলা !!