জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়ার জামিন শুনানি

সংগ্রাম ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিলের জামিন শুনানি বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০১৯। 

 

সোমবার, নভেম্বর ২৫, ২০১৯, শুনানির জন্য দিন ধার্য করে আপিল বিভাগ। সোমবারের কার্যতালিকায় আবেদনটি শুনানির জন্য থাকলেও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আবেদনটি আমরা সবাই মিলে শুনবো। বৃহস্পতিবার রাখছি। 

 

বেগম খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে আদালতে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট একেএম এহসানুর রহমান।

 

দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ১৭ নভেম্বর চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এই আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ১৪ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আপিল আবেদন করা হয়।

আরো পড়ুন