সংগ্রাম ডেস্ক: করোনা ভাইরাসের মহামারিতে দরিদ্র মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী তন্নি মল্লিক। তিনি তার নিজ খরছে আজ বেশ কিছু গরিব পরিবারকে এই সাহায্যে প্রদান করেন। তিনি এ সময় বলেন ভবিষ্যতে ও এই সাহায্যে অব্যবহত রাখবেন। তিনি এসময় অসহায় গরীব মানুষের সাহায্য সমাজের ভিত্তমানদের এগিয়ে আসার আহবান জানান।