সংগ্রাম ডেস্ক: আজ ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দী ইউনিয়নের ডোমরাকান্দি ও উলুকান্দি সহ পাশ্ববর্তী দুই গ্রামে অসহায় দরিদ্র,দুস্থ,দিনমজুর ২০০ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মুতর্জা বশীর আপেল। এসময় তিনি বলেন এই মহামারি দূর্যোগের মধ্য আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি যার যার সামর্থ্য অনুযায়ী,তিনি আরও বলেন বেঁচে আছি গরীব দুঃখীর সেবা করার আজীবন প্রত্যয় ব্যক্ত করেন,এাণ বিতরনের সময় বর্তমান মেম্বার সাবেক মেম্বার ও গন্যমান্য মুরব্বীগন উপস্থিত ছিলেন।