সংগ্রাম ডেস্ক:মানুষ মানুষের জন্য’ শ্লোগানকে ধারণ করে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের সহযোগিতায় করোনা ভাইরাসে বিপর্যস্ত ১০০ অসহায় দরিদ্র পরিবার পেয়েছে ত্রাণ সামগ্রী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার খুলনার রুপসা থানার রাজাপুর গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আবু হোসেন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুলকারনাইন, খুলনা জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম রবি, খুলনা মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শামীম খান, রাজাপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম দিলীপ, যুবনেতা লিটন তালুকদার, মাসুদ রানা, খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজিব হাসান, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, খুলনা মহানগর ছাত্রদলের সহ সভাপতি শাকিল আহম্মেদ, ছাত্রনেতা ফয়সাল, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রুপসা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাব্বির, নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ প্রমুখ।