‘আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষ গুম হয়ে যায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগের একদলীয় ও বাকশালীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে যেসব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম করে দিচ্ছে।
তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চিরদিন ক্ষমতায় টিকে থাকা। এটা তাদের পুরাতন অভিলাস।
বিএনপির এই নেতা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন। এখন যুদ্ধ নেই, শত্রুর সঙ্গে লড়াইও হচ্ছে না। অথচ তরুণদের গুম করে দেওয়া হচ্ছে। তাদের একমাত্র অপরাধ, তারা পরিবর্তন চায়।
এ সময় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সব রাজনৈতিক দলগুলো নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মির্জা ফখরুল।
সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করার ১০ বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগের একদলীয় ও বাকশালীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে যেসব তরুণরা প্রতিবাদ জানাচ্ছে তাদের নির্মূল ও নিশ্চিহ্ন করতেই সরকার তাদের গুম করে দিচ্ছে।
তিনি বলেন, তাদের (আওয়ামী লীগ) একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চিরদিন ক্ষমতায় টিকে থাকা। এটা তাদের পুরাতন অভিলাস।