প্রথম ধাপে দক্ষিণ সুরমা ও দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরনে সন্তুষ্টি প্রকাশ করেছেন এম এ সালাম।
সংগ্রাম ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের কারণে সিলেটের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের লোকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এর গনমানুষের নেতা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম। তিনি শুধুর প্রবাসে বসবাস করলেও করোনা মহামারীতে বিপর্যস্ত জনগনকে ভুলে যাননি। নির্বাচনী এলাকার মাটি ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি প্রথম ধাপে তার নিজ এলাকা দক্ষিণ সুরমা ও দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ব্যারিষ্টার এম এ সালাম এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিভিন্ন গ্রামে গ্রামে পৌছানোর কাজ সফলভাবে সম্পন্ন করেছেন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তার এ মহৎ কাজে তার সহধর্মিণী নিজ নামে প্রতিষ্ঠিত বিবি ট্রাষ্ট নিয়ে স্বামীর সাথে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। ব্যারিষ্টার এম এ সালামের এ মহৎ উদ্যোগ নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং জনাব এম এ সালাম এতে সন্তুষ্টি প্রকাশ করেন।