বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে Hammersmith Hospital NHS স্টাফদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ
সংগ্রাম ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিদর্শনায় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে যুক্তরাজ্যের প্রায় হাসপাতাল গুলোতে খাবার সরবরাহ করা হচ্ছে! বৈশ্বিক মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিকাল ৫ ঘটিকায় Hammersmith Hospital NHS সেবক ডাক্তার নার্স সহ সকল ষ্টাফদের জন্য রসনা স্পাইস পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণ এর সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মহশিন আহমেদ, কামাল চৌধুরী,হ্রিদপাদ্মা দাস,আনোয়ার হুসেন ভুইয়া, মিঃ হান্দেল,লরেনদানা মাদ্রেস প্রমুখ।