ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহাম ইউকে’র ৫১ কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

বিশেষ প্রতিবেদক:: ব্রিটিশ বাংলা এসোসিয়েশন বার্মিংহাম ইউকে র ৫১ কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা। বার্মিংহামের উইটন রোডের স্থানীয় এক রেস্টুরেন্টে বার্মিংহাম ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন চৌধুরী র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের উপদেষ্টা সুজাতুর রেজা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি শরিফুল ইসলাম,

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউ কে র উপদেষ্টা কবির এম আহমেদ, সাধারণ সম্পাদক আলিম খাঁন, সহ সভাপতি কামাল মিয়া,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ তোরণ মিয়া, সৈয়দ জমশেদ আলী, আবজার হোসেন, বাম্বল মিয়া এমবিই, আব্বাস মিয়া,আব্দুল কবির, আব্দুল আজিজ গিলমান ও বার্মিংহাম গরিব কল্যাণের সভাপতি আব্দুল ওদুদ ।

 সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বার্মিংহামের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান উকিল মিয়া, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন খাঁন, সদস্য এমরান আহমদ ও বাবরুল হোসেন ।

কোরআন তেলওয়াত করেন সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুস সালাম । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রহমত আলী, আখলিছ মিয়া,আলমাছ আলী, ঈদন আলী, ছালিক মিয়া, বেলাল আহমেদ, সিকান্দার মিয়া,জাহেদ মিয়া,মিরণ মিয়া মিলন, ছালিক মিয়া, মোহাম্মদ আব্দুস সালাম , ইকবাল আহমেদ , শামীম খাঁন, আফরোজ আলী, সিহাব আহমেদ ,

 

সৈয়দ রুপন আলী , সেলিম মিয়া, ইসলাম উদ্দিন খাঁন , শহীদ আহমেদ , বশির মিয়া, মোঃ আইনুল হক , সিরাজ মিয়া, আশরাফ আহমদ , আব্দুন নুর সুহেল,হেলাল মিয়া চৌধুরী, মোঃ শামীম আহমদ,বেলায়েত হোসেন , দেওয়ান উকিল মিয়া ,এমদাদ হোসেন, সৈয়দ হোসাইন চৌধুরী, সেলিম রেজা, খোকন আহমদ, মোঃ সিহাব আহমেদ,নাসির উদ্দিন, আব্দুল কাস চৌধুরী ,

 

কামরুল হাসান শাহজাহান ,হোসাইন আহমেদ ,লাল মিয়া, আব্দুস শহীদ ,কামরুল ইসলাম ,সুহেল আহমদ নাদিম আহমেদ,ফজলুল হক, বাবলু মিয়া, ফখরুল ইসলাম, ফারুক মিয়া, সাজিদ মিয়া, রকিব মিয়া, আব্দুল লতিফ, আব্দুল বাছিত ও মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকে ।

 

সভায় ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউ কে র কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন বার্মিংহাম শাখা কমিটিতে অলিউর রহমান কে সভাপতি ও আব্দুল মোমিন চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন এবং সবাই কে পরিচয় করিয়ে দেন ।

 

সভায় বক্তারা মানবতার ব্রত নিয়ে এগিয়ে আসা সমাজ কর্মীদের সংগঠন ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের উওর উওর সমৃদ্ধি কামনা করেন । শিখরের টানে ঐক্যবদ্ধ হই, জনকল্যাণে এগিয়ে যাই চল গান দিয়ে যাদের যাত্রা শুরু তাদের মাধ্যমে সমাজ জাতী দেশ আমাদের কমিউনিটির ভালো কিছু হবে, এই সংগঠনের মাধ্যমে ব্রিটিশ এবং বাংলাদেশী কমিউনিটির মধ্যে গড়ে উঠবে মজবুত ভিত্তি।

আরো পড়ুন