সংগ্রাম ডেস্ক: সিলেট দক্ষিণ সুরমা জালালপুর রায়খাইল নিবাসী নিউহাম বিএনপি’র সভাপতি মুস্তাক আহমদ এর পিতা জনাব জবেদ আলী জগলু সাহেব সিলেট নর্থইষ্ট মেডিকেলে আজ ১২-৩০মি: ইন্তেকাল ফরমাইয়াছেন,আজ রাত ৮ টায় বাদএশা জালাল পুর রায়খাইল জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্টিত হবে।মুস্তাক আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম.সাধারন সম্পাদক আবেদ রাজা.সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী। শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিছেন।