যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে নিউহাম বিএনপির উদ্যোগে বার্কিং রোডে প্রচারণায় লিফলেট বিতরন ।
যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ১৮ জুলাই মঙ্গলবার নিউহাম বিএনপির উদ্যোগে ইষ্ট লন্ডনে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য প্রাক প্রস্তুতি সভার প্রচারণায় লিফলেট বিতরন হয় ।
জোন- ১ এর প্রাক প্রস্তুতি সভার টিম লিডার, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ইষ্ট লন্ডনের বার্কিং রোডে জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় । এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক,যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেল , যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ , যুক্তরাজ্য বিএনপির সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, যুক্তরাজ্য বিএনপির সহ প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম , নিউহাম বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ , সাবেক সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ প্রমুখ।
লিফলেট বিতরণ কর্মসূচীর পর যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়ার পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।