যুক্তরাজ্য বিএনপির লন্ডনে অনুষ্ঠিতব্য পদযাত্রা সফল করতে ২১ জুলাই শুক্রবার পূ্র্ব লন্ডনের জায়মা পাঠাগারে যুক্তরাজ্য মহিলা দল এক আলোচনা সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির মহিলা সম্পাদিকা এবং যুক্তরাজ্য মহিলা দলের আহবায়ক ফেরদৌসি রহমান । এছাড়াও এতে অংশ নেন রুবিনা খান, ফেরদৌস আরা বেগম, শারমিন সুলতানা, আসমা জামান , নীলা হোসেন, আসমা আক্তার , তাসলিমা বেগম , সোনিয়া তাসমীম, রাবেয়া পাপিয়া এবং সুফিয়া পারভীন ময়না।