করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে । ভাইরাসের সংক্রামণ ঠেকাতে যুক্তরাজ্য সরকার গোটাদেশে লকডাউন জারি করেছেন । জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন প্রয়োজনীয় কার্যাদি সম্পাদনের প্রতিনিয়ত আহবান জানানো হচ্ছে । এহেন পরিস্থিতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এবং সাধারন সম্পাদক জনাব কয়ছর এম আহমদ যুক্তরাজ্য বিএনপির সব ধরণের রাজনৈতিক জনসমাগম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ।
১৪ এপ্রিল যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ) ডক্টর এম মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ।