শফিউল বারী বাবু’র অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্ঘনে নেমে এসেছে শোকের চায়া।
শফিউল বারী বাবু’র পরিবারের দায়িত্ব নিবে বিএনপি, ইতি মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই বিষয়ে কথা বলেছেন। দলের পক্ষ থেকে তিনি যে সিদ্ধান্ত দিবেন যার মাধ্যম সন্ময় করে আমরা দায়িত্ব টুকু পালন করবো, সে সিদ্ধান্ত অনুসারে আমরা এগুবো৷ আমরা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’কে এই বিষয়ে অবহিত করেছেন, আমরা মহাচসচিব কে এই বিষয় অবহিত করেছি, সুতরাং উনাদের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত অনুসারে আমরা পরবতী কাজে হাত দিবো, তবে আমার বিশ্বাস এই দায়িত্ব টুকু আমরা ভালো ভাবে পালন করতে সক্ষম হবো- শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আমাদের এখন প্রধান দায়িত্ব হচ্ছে বাবু’র পরিবারের পাশে দাড়ানো, তার পরিবারের বরন পোষনের দায়িত্ব নেয়া, তার প্রতিমাসের ঘর বাড়া ৩৫ হাজার টাকা দেওয়া, তার ছেলের পড়া শুনার ব্যাবস্হা করে দেওয়া, যাতে সে সঠিক ভাবে পড়া শুনা করতে পারে– আবুল খায়ের ভুইয়া
সেলিমুজ্জামান সেলিম- শফিউল বারী বাবু’র সাথে আমি ৩৩/৩৫ বছর চলেছি, আমার ধারনা ছিল সে যে বাসায় থাকে এটা তার নিজের বাসা কিন্তু সে মারা যাওয়ার পর শুনলাম ঐটা তার নিজের বাসা না আমাদের পরিচিত একজনের বোনের বাসায় বাড়া থাকে ৩৫ হাজার টাকা দিয়ে। সত্যি অভাক লাগে যার ঢাকা শহরে একটা ফ্লাট নেই, মাথা গোজার জায়গা নেই।
আব্দুল কাদের ভুইয়া জুয়েল – আমি দেখেছি সংগঠন কে কি ভাবে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে তত্ত্ব ভিত্তির উপর দাড় করানো, এটার একটি বিচক্ষণ এবং গতিশীল নেতৃত্ব দেওয়ার অধম্য মানষিকথা ছিল বাবু ভাই’র মধ্যে।মরা গাছে প্রানের সঞ্চার করেছিল শফিউল বারী বাবু ভাই, আজ আমরা বাবু ভাই’কে হারিয়ে অসহায়।
এই সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ি, বাবু হত্যার জন্য ও শেখ হাসিনা দায়ি, আমরা শেখ হাসিনার জন্য বাবু’কে হারিয়েছি, আওয়াল’কে হারিয়েছি, পিন্টো’কে হারিয়েছি, এই সব কিছুর জন্য শেখ হাসিনা দায়ি।এই শেখ হাসিনার জন্য আমরা ইলিয়াস কে হারিয়েছি, হাজার হাজার মানুষ আজ আমরা অসুস্হ হয়ে আছি এই শেখ হাসিনার জন্য। সমস্ত কিছুর জন্য শেখ হাসিনা দায়ি- রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বাবু সারাটি জিবন বিএনপি’র জন্য উৎসর্গ করেছেন, বিএনপি করেই উনার মৃত্যু হয়েছে। বিএনপি’তে তার (বাবু) অবদান কোন দিন ভুলে যাওয়ার নয়। আমরা বাবু’র মাগফিরাত কামনা করি এবং বাবু’র পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবে বিএনপি বলে জানান জনাব মোস্তাফিজুর রহমান, নাসির আহমেদ শাহিন, মো: আবুল হুসেন, আনোয়ার হুসেন টিপু ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন শেখ সাদেক ও টেকনিক্যাল সাপোটে ছিলো Sangramtv & Team