সংগ্রাম ডেস্ক: রামগতি-কমলনগরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জননেতা শফিউল বারী বাবু নির্দেশ ক্রমে রামগতি উপজেলা করোনা সংক্রামনে মৃত ব্যক্তির কাফন দাফন জানাজা সম্পন্ন করার জন্য রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দল/ছাত্রদল নিয়ে টিম৭ গঠন।টিমে আছেন
১.মোহাম্মদ বেলাল হোসাইন,আহবায়ক
২.হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ হাসান,সদস্য সচিব
৩.রাজু আহমেদ,সদস্য
৪.হাফেজ আবদুস সাত্তার,সদস্য
৫.মোহাম্মদ আবদুল হাসিম,সদস্য
৬.মোহাম্মদ নিরব শেখ,সদস্য
৭.ফজলুর করিম সাগর,সদস্য