বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ২০১৩ সালে বিএনপির ডাকা হরতালে পুলিশের গুলিতে আহত মাগুরা জেলা ছাত্রদল নেতা রুবেলের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন তারেক রহমান . জনাব তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা. টিপু আহমেদ. শাহীন মিয়াঃ. এজে লিমন রুবেলের কাছে তার গিফট পৌঁছে দেন. উল্লেখ্য: ২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল সফল করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে একটা হাত হারান রুবেল. যিনি বর্তমানে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদকের দায়িত্বে আছেন .