বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবীতে যুক্তরাজ্য বিএনপির পূর্ব ঘোষিত গণ পদযাত্রা আগামী ২৯ আগষ্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে । গণ পদযাত্রা হাইড পার্কের স্পীকার পয়েন্ট থেকে শুরু হয়ে ১০ ডাউনিং ষ্ট্রীটে গিয়ে শেষ হবে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারক লিপি প্রদান করা হবে । শনিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ।