দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে ভারত রপ্তানি মূল্য বাড়িয়ে দিলে পেঁয়াজের বাজারে সংকট শুরু হয়। নিত্যদিন দাম বাড়ার কারণে অতিষ্ট ক্রেতারা। রাজধানীসহ সারাদেশের বাজার গুলোতে পেঁয়াজের দাম বেশি রাখায় অভিযান চলানো হলেও নেই কোন প্রতিকার। এরি মাঝে গত কয়েকদিন ধরে হঠাৎ করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায় পেঁয়াজের দাম। কেজি প্রতি দাম রাখা হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা।
অন্যদিকে রাজধানীর শ্যামলী, কৃষিমার্কেট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম কেজি প্রতি রাখা হচ্ছে ১৩৫ টাকা। ২৫০ গ্রাম পেঁয়াজ কিনে এক সপ্তাহ রান্না চালাতে হচ্ছে। এই ভাবে দাম বাড়তে থাকলে বেতনের টাকা পেঁয়াজ কিনতে শেষ হয়ে যাবে।
বিক্রেতারা বলেন, বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে আমাদের। প্রতিদিনই পেঁয়াজের দাম বেশি রাখা হচ্ছে কোন না কোন অযুহাত দিয়ে। আমরা ব্যবসা করি, তাই বেশি দামেই কিনতে হচ্ছে আমাদের। দাম রাখার জন্য আমরাও বেশি দামে বিক্রি করছি। গত কয়েকদিন ধরে সারাদেশে বৃষ্টির কারণে আবার পেঁয়াজের দাম বেড়ে গেছে।