খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার
সংগাম ডেস্ক: গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক প্রতিবেদন সুপ্রিম কোর্টে পৌঁছেছে।
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২০, দুপুরে বিএসএমএমইউ এর এক কর্মকর্তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে সেটি পৌঁছে দেন।
সংবাদ মাধ্যমকে এটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। প্রতিবেদনটি আগামীকাল হাইকোর্টের উপস্থাপিত হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ক তিন অবস্থার তথ্য জানতে চান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।