চিকিৎসার দাবিতে সিলেটে কফিন মিছিল

সংগ্রাম ডেস্ক: চিকিৎসা আমার অধিকার।
রাষ্ট্রীয় ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় হাসপাতালের গেইটে গেইটে ঘুরে চিকিৎসা না পেয়ে একের পর এক মৃত্যুর প্রতিবাদে এবং নাগরিকদের সঠিক চিকিৎসা পাওয়ার দাবীতে সিলেট নগরিতে সচেতন নাগরিকদের কফিন মিছিল অনুষ্ঠিত হয় এবং এতে শত শত সিলেটের সচেতন মানুষ মিছিলে অংশ নেন।

সিলেটের বিভিন্ন জায়গা থেকে শহিদ মিনারে তারা সমাবেত হোন এবং পরে তারা সিলেটের চিকিৎসা ব্যবস্হা বিভিন্ন অনিয়ম তুলে ধরে কফিন মিছিল করেন।

You might also like