Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1164

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1165

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1166

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1177

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1164

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1165

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1166

Warning: Trying to access array offset on value of type bool in /home/ibraesig/sangramtv.com/wp-content/themes/publisher/includes/libs/bs-theme-core/theme-helpers/template-content.php on line 1177

চির বিদায় সন্দ্বীপ বিএনপির প্রাণ পুরুষ জনাব অালহাজ্ব শফিকুর রহমান।

 

সন্দ্বীপ বিএনপির প্রতিষ্ঠা কালীন সদস্য সন্দ্বীপ পৌর সভা বিএনপির আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য “ইস্ট লন্ডন বিএনপি’র তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিকের পিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং উনার আত্মার মাগফেরাত কামনা করছি বিশিষ্ট ব্যবসায়ী জনাব অালহাজ্ব শফিকুর রহমান আজ সকাল ৮ টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহ ———- রাজেউন)
আজ সকালে এই খবর জানার পর সন্দ্বীপ উপজেলা ও পৌর সভা বিএনপির পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শ্রেণী,পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে তার মৃত্যুর খবর জানার আগ্রহ প্রকাশ করে।
তার পরিবারের সদস্যরা সন্দ্বীপের বাহিরে।
কিছুদিন আগেই তার আদরের বড় ছেলের মৃত্যুর পর মানসিক ভাবে ভেঙে পড়ে।
সন্দ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মৌলভী আজিজুর রহমানে বড় ছেলে শফিকুর রহমান।
লেখা পড়া শেষ করে বাবার প্রতিষ্ঠিত ব্যবসায় জড়িত হন।
ব্যবসার সাথে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আর্দশে বিএনপির রাজনীতির সাথে জড়িত হন। তিনি যুবদলের রাজনীতির মাধ্যমে রাজনীতি আরম্ভ করেন এবং পরে বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
অত্যন্ত ভালো মনের মানুষ হিসাবে সবাই তাকে ভাল বাসতো।
সন্দ্বীপ বিএনপির অন্যতম নেতা, বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় কমিটির সদস্য মরহুম এডভোকেট সামছুল হুদা, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, মরহুম আছাদল হোক চৌধুরী, মরহুম গোলাম কিবরিয়া চৌধুরীর খুবই কাছের মানুষ ছিলেন।
জনাব অালহাজ্ব মোস্তফা কামাল পাশার খুবই
পছন্দের লোক ছিল শফিক ভাই।
আমার মনে পরে ১৯৮৫ সালে ঘূর্ণিঝড়ের পর দেশ মাতা বেগম খালেদা জিয়া বিশাল বহর নিয়ে সন্দ্বীপ যাওয়ার পর জনাব অালহাজ্ব শফিকুর রহমানের দুই তলা বাসায় ছিলেন।
সে সময় সন্দ্বীপে ফাঁকা বাড়ী ছিল না।
দলের কঠিন সময়ে তিনি দলের নেতা কর্মীদের সাথে ছিলেন।
সব সময় দলকে দিয়েছেন, দল থেকে কিছু পাওয়ার জন্য রাজনীতি করেন নাই।
ভাবী দিলরুবা শফিক চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। পরিবারটি ছিল রাজনীতি পরিবার।
একজন অসাধারণ মানুষ ছিলেন জনাব অালহাজ্ব শফিকুর রহমান।
তার মৃত্যু এমন এক সময় হলো আপন জন, সহযোদ্ধা, অনেক কাছের মানুষ ও আমরা জানাজাতে শরিক হতে পারে নাই।
করোনা ভাইরাস মোকাবেলায় সারা পৃথিবী থমকে গেছে, বাংলাদেশে লক ডাউন চলছে।
গাড়ী, নৌযান সব বন্ধ।
তাই আপনজন, সহযোদ্ধা, বন্ধু বান্ধব অনেকে
আজ তাকে শেষ বিদায় জানাতে পারে নাই।
শফিক ভাই আজ গুনে ধরা রাজনীতিবিদের জন্য অনুকরণীয়।

একজন ভালো মানুষ শফিক ভাই, আল্লাহ তুমি আমাদের প্রিয় ভাইকে বেহেশত বাসী করুন।
আমীন।

(উত্তর জেলা চট্রগ্রাম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর ফেইসবুক পোস্ট থেকে)”

You might also like