১যুগ পর দেশে ফিরছেন কয়ছর এম আহমেদ।

যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ ১যুগ পর বাংলাদেশে যাচ্ছেন । প্রবাসের মাটিতে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি স্বৈরাচার সরকারের রোষানলে পরেন। সেই কারণে দীর্য দিন তিনি স্বদেশে যেতে পারেন নাই । আগামী ১৬ই অক্টোবর বুধবার তিনি পবিত্র ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যাবেন । সেখানে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া , দেশনায়ক তারেক রহমান এবং দেশবাসীর জন্য দোয়া করবেন। এরপর ১৮ ই তিনি সৌদি এয়ার লাইনসের একটি বিমানে ঢাকা বিমান বন্দরে অবতরণ করবেন।এর পর ২০শে অক্টোবর রবিবার নিজ জন্মস্থান সিলেটে পৌঁছাবেন ।

বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে প্রতিহত হয়ে বাংলাদেশের অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া’তে চলে যান.।
এতে স্বস্তি ফিরে আসে জনজীবনে,স্বস্তি ফিরে আসে বাংলাদেশের মানুষের মনে, বাংলাদেশের মানুষ আবারও স্বাধীনভাবে মুক্তভাবে চলতে ফিরতে বলতে লিখতে পারবে, প্রবাসেও বইছে বিএনপিতে নেতাকর্মীদের মধ্যে সেই আনন্দ।

এই দীর্ঘ ১৭ বছর অবৈধ শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিল, সে থেকে বিন্দুমাত্র নীতি আদর্শ থেকে সরাতে পারে নাই বিএনপির নেতাকর্মীদের , তারা নিজের জীবন রক্ষার্থে অনেকেই বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন কিন্তু নীতি আদর্শ বিচ্যূত করতে পারে নাই।

এই দলের প্রতি নিজের নিষ্ঠা আদর্শ ভালবাসার জন্য অনেকে অনেক কিছু হারিয়েছেন। অনেকে অনেকের সম্পত্তি হারিয়েছেন কিন্তু এত কিছুর পরেও দলের প্রতি আনুগত্য, আদর্শ বহাল রেখেছেন।

প্রবাসের মাটিতে যারা নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কয়ছর এম আহমেদ,
হত্যা মামলা সহ অসংখ্য মামলা নিয়ে প্রবাসের মাটিতে নিরলস ভাবে দলের জন্য কাজ করে যাওয়া জনাব কয়ছর এম আহমেদ, যিনি গত বছর অবৈধ সরকারের রোশানলে পড়ে নিজের পিতৃ সম্পত্তি বাড়িতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়.
এই প্রবাসের মাটিতে রাজনীতি করে যাওয়া জনাব কয়ছর এম আহমেদকে সংগ্রাম টিভির মাধ্যমে জানতে চাওয়া হয় ১যুগ পর দেশে ফিরছেন এ বিষয়ে আপনার অনুভূতি কি ?

এ সময় কয়ছর এম আহমেদ বলেন কিছু অনুভূতি প্রকাশ করার মত নয়., যেটা শুধুই উপলব্ধি করা যায়, তেমনি বাংলাদেশে ফিরে যাও আমার জন্য স্বপ্নের মতো।

শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, খুনি অবৈধ হাসিনা’র পতন হয়েছে। বাংলাদেশে ফিরছি, বাংলাদেশের মাটির মানুষের সংস্পর্শে যেতে পারবো সেটাই আমাদের জন্য অত্যন্ত আনন্দের, তবে আরো বেশি আনন্দিত হতাম যদি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপিভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান’ সহ দেশে ফিরতে পারতাম তবে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যেত, ইনশা’আল্লাহ আইনি সব প্রক্রিয়া শেষ করে অচিরেই দেশে ফিরবেন দেশ নায়ক।

আরো পড়ুন