বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগ সরকার শত চেষ্টা করেও বিএনপির রাজনীতিকে বিন্দুমাত্র দমিয়ে রাখতে পারেনি। তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির রাজনীতি সুসংগঠিত।
তিনি বলেন, শেখ হাসিনা বিএনপিকে ভয় পান। এ জন্য পুলিশ প্রশাসন দিয়ে প্রতিটি জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারুণ্যের অহংকার মেধাবীদের সংগঠন ছাত্রদল। আগামীর বাংলাদেশকে তারাই নেতৃত্ব দেবে।
সোমবার দুপুরে লক্ষ্মীপুরে ছাত্রদলের নেতাকর্মীদের নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা এ্যানী চৌধুরীর লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে সদর উপজেলা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বুরহান উদ্দিন চৌধুরী মিলনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।