আমি যখন আমার দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষে নন্দীগ্রাম থেকে আমার গাড়িতে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি নন্দীগ্রাম উপজেলা ১নং বুড়ইল ইউনিয়নের কহুলি গ্রামের বয়সের ভারে নুয়ে পড়া ৭০/৭৫ বছরের এক অন্ধ বৃদ্ধা নারী তাহার নাম বেগম, কে দোহার এর কাছে রাস্তার পাশে বসে ভিক্ষা করতে দেখি। সাথে সাথে গাড়ি থামিয়ে নেতাকর্মী দের নিয়ে তার পাশে বসে কথা বলে জানতে পারি তার বাড়ির লোকজন প্রায় কোয়াটার কিলোমিটার দূরে থেকে কোলে করে নিয়ে এসে পাকা রাস্তার ধারে বসিয়ে দিয়ে যায়। সেখান থেকে যে ক টাকা পায় তাই দিয়ে তার ভরণপোষণ চালানো হয়, রাস্তার লোকজনের থেকে ভাষ্য নিলাম ভিক্ষুক মা কে দয়া করে অনেক পথচারীরা যে কটা টাকা দিয়ে যায়, সে অন্ধ হওয়ার কারণেই অনেক ছোট ছোট বাচ্চা এবং দুষ্ট মানুষরা তার থালা থেকে মাঝেমধ্যে টাকা নিয়ে চলে যায়। এমনিতেই বয়সের ভারে নুয়ে পড়া মানুষ, তার উপরে পাঁচ বছর বয়সে টাইফয়েড জ্বরেই তাহার দুই চোখে অন্ধ হয়ে যায় ,এদিকে আবার নন্দীগ্রাম-শেরপুর পাকা রাস্তার সাথে বসে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তার পাশে বসে কথা বললাম, তার আত্মীয় স্বজনকে পরের দিন আমার বাড়িতে ডেকে নিয়ে আসলাম বললাম এই বৃদ্ধের সমস্ত খাওয়া-দাওয়া কাপড় চোপড়ের সব দায়িত্ব আমি নিলাম, দয়া করে তাহাকে আর রাস্তার ধারে বসাবেন না। আল্লাহ তুমি মহান। তুমি সবাইকে ভালো রাখো। ইনশাল্লাহ আমি যতদিন ভালো আছি, সুস্থ আছি, ব্যবসা-বাণিজ্য যদি ভালো থাকে ইনশাল্লাহ মানুষের খেদমত করেই যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি মহান, তুমি সর্ব শক্তিমান, তুমি পরম দয়ালু।