অভিবাসীর সংখ্যা কমাতে চায় কুয়েত। তাই দেশটিতে করা হচ্ছে নতুন আইন। সম্প্রতি কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলি কমিটি এ সম্পর্কিত একটি বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
বিলটি নিয়ে বিপাকে পড়েছে ভারতীয়রা। কারণ আইনটি পাস হলে কুয়েত ছাড়তে হবে অন্তত ৮ লাখ ভারতীয়কে। কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
বিলের প্রস্তাব অনুযায়ী, কুয়েতের মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ ভারতীয় কুয়েতে থাকতে পারবেন। বাকিদের চলে যেতে হবে নিজ দেশে। তবে শুধু ভারতীয় না অন্যান্য দেশের প্রবাসীদেরও কুয়েত ছাড়তে হবে।
কুয়েতের জনসংখ্যা ৪৩ লাখের কাছাকাছি। তার মধ্যে মাত্র ১৩ লাখ দেশটির স্থানীয় নাগরিক। বাকি ৩০ লাখই প্রবাসী! প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় অংশই হলো ভারতীয়রা।
কুয়েত ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার মারজুক আল-ঘানেমের বলেন, কুয়েতের ৩০ লাখ প্রবাসীর মধ্যে ১০ লাখেরও বেশি নিরক্ষর। শ্রমিকের কাজ করতে এসেছেন। ডাক্তার বা দক্ষ কর্মচারীদের আমরা জায়গা দিতে পারি। কিন্তু এত বিপুল অদক্ষ কর্মচারীর প্রয়োজন নেই আমাদের দেশে।