স্বাধীনতার সুবর্ন রজত জয়ন্তী উদযাপন কমিটি থেকে পদত্যাগ করেছেন বিএনপি’র তিন হেভিওয়েট নেতা। উনারা প্রত্যেকে তাদের নিজ ফেসবুক টাইম লাইনে পদত্যাগ কারণ উল্লেখ করেছেন
প্রত্যকের ফেইসবুক টাইম লাইনে টিক কি কারণে পদত্যাগ করেছেন তা হুবুহু তুলে ধরা হলো-
স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনের নিমিত্তে গঠিত যুক্তরাজ্য বিএনপির ২৬৯ বিশিষ্ট কমিটি থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করছি, ১৯৮০ সাল থেকে এই দলের সঙ্গে আছি এই নিয়ে দুইবার পদত্যাগ করলাম বিগত কয়েক বছর পূর্বে বর্তমান সভাপতি মালিক সাহেবকে আহবায়ক করে যে কমিটি দেয়া হয়েছিল সেখান থেকে আমরা ১২জন পদত্যাগ করেছিলাম যেসব কারণে সেই সময় পদত্যাগ করেছিলাম আবারো সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে দল কতিপয় ব্যক্তি গোষ্ঠী এবং চাটুকার মোসাহেব দের দখলে এখানে কোনো নিয়ম নীতির চর্চা নেই, এইসব ব্যক্তি গোষ্ঠীর আস্থাভাজন হলে আজকে যোগদান করে কালকে বড় নেতা হওয়া সময়ের ব্যাপার মাত্র,
Amdad Tipu
স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন কমিটি যুক্তরাজ্যে কমিটি থেকে আমি পদত্যাগ করলাম । আমি দলের একজন কর্মী হিসাবে এধরনের হাস্যকর কমিটির সাথে সপ্মৃক্ত থাকতে পারি না ।
যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যুক্তরাজ্যে অবস্হান করছেন সেহেতু সকলেই আশা করে একটা সুন্দর কমিটি । এধরনের হাস্যকর কমিটি শুধু দলে ভাবমূর্তি নস্ট করেনা নেতার ভাবমুর্তিও নস্ট করে । এই ধরনের হাস্যকর কর্মকান্ড বন্ধ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দৃস্টি আকর্ষন করছি ।
স্বাধীনতার সুবর্ন রজত জয়নতীর উদযাপন কমিটি যুক্তরাজ্য শাখার সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম য়ে কমিটি আসার পর থেকে লাইভে এসে ফোনের মাধ্যমে অনেক করমীদের অভিশাপ শুনতে হচ্ছে দোয়া য়দি না পাই বদদোয়ার ভার আমি নিতে পারলামনা আল্লাহ আমাদের সহায় হোন সবাইকে হেফাজতে রাখুন এই মহামারীর সময় সুস্হ ও নিরাপদ রাখুন এই দোয়া কামনা করছি