তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে North Middlesex University Hospital NHS ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ।
- সংগ্রাম ডেস্ক: বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশেনায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকে যুক্তরাজ্য বিএনপি বেশ কয়েকটি NHS এ খাদ্য সামগ্রী পোছে দেয়। যুক্তরাজ্য বিএনপি’র একটি টিম আজ North Middlesex University Hospital এ খাদ্য সামগ্রী পৌছে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন এম,এম, ফয়জুল হক উপদেষ্টা ইউকে বিএনপি,
স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান মনির ইউকে বিএনপি।
হাবিবুর রহমান সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউকে বিএনপি।
শিমুল তাছবীর চৌধুরী সাধারন সম্পাদক জাসাস ইউকে।
সোহাগ চৌধুরী জাসাস ইউকে।
মাসুদুজজামান জাসাস লন্ডন মহানগর প্রমুখ