সংগ্রাম ডেস্ক: বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশেনায় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী NHS ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।তারই ধারাবাহিকতায় গত রবিবার Medway maritime hospital Gillingham Kent জেনারেল হাসপাতালের ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ করেন যুক্তরাজ্য বিএন’পি সহ সভাপতি জনাব আব্দুস সাত্তার
এবং যুক্তরাজ্য বিএনপি’র সদস্য আসাদুজ্জামান আক্তার।