মাসুদ অরুন- ঝোড়ো বাতাসে প্রদীপ শিখার মতো অসহায় বেশুমার মানুষ। তুমি নেই, দুঃশাসন গিলে খাচ্ছে আলোর কুসুম। যখন চলে যাচ্ছে সবকিছু নষ্টদের দখলে,তখন অধিকার বুঝে নেয়ার প্রখর দাবিতে আমার কবিতা তোমাকে চাই।
শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। কারা অন্তরালের এক বছর আজ আমার স্পর্ধিত উচ্চারণ, তোমার মুক্তি চাই।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া
—
পাষাণ প্রাচীরে,তোমাকে রেখেছে তারা
কারাগারের গুমট ঘরে।
লোহার গারদে রেখে হাত নির্ঘুম তুমি
বারুদে পোড়াবে তোমায়,বন্দিশালায়
বেয়োনেট যত হোক ধারালো,
কে থামাবে, কে থামাবে তোমায়
দুঃশাসন জানেনা
সংগ্রামের শিকড় কতটা গভীরে তোমার।
হিঃস্র দাঁতাল, দানবের থাবায়
তামাটে চাবুক, ঝরাবে যত রক্তফোঁটা
অবিচল তুমি, কি ভীষন দৃঢ়তায়
লোহার গারদে রেখে হাত,
দাড়িয়ে আছো
নির্যাতিত মানুষের প্রতিবাদী কবিতা হয়ে।
সে দিন তো বেশিদূর নয়
তোমার আহব্বান ফিরে আসবে আবার
বেশুমার মানুষের কাছে,
নক্ষত্রের মতন জ্বলে ফেরারি বসন্ত আমার।