নবগটিত গ্রেটার ভাড়েরা ডেভেলপমেণ্ট অরগেনাইজেশন ইউ,কে এর অভিষেক এবং সদস্য ফরম উম্মোচন ২০২১ অনুষ্ঠিত হয়

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাঁড়েরা,মাদবপুর, সরদারপাড়া চক নিয়ে নবগটিত গ্রেটার ভাড়েরা ডেভেলপমেণ্ট অরগেনাইজেশন ইউ,কে এর অভিষেক এবং সদস্য ফরম উম্মোচন ২৫শে অক্টোবর ২০২১ পূর্ব লণ্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টের ভেন্যুতে অনুষ্ঠিত হয় । সংঘটনের সভাপতি জনাব বাতিরুল হক সরদারের সভাপতিত্বে সংঘটনের সাধারণ সম্পাদক নুরুল আলম রিপনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সম্মানিত স্পিকার জনাব আহবাব হোসেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও কাউন্সিলার জনাব আয়াস মিয়া, বালাগঞ ও ওসমানী নগর আদর্শ সমিতির সভাপতি শফিকুর রহমান মিসলু, বালাগঞ ও ওসমানী নগর এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, বালাগঞ ও ওসমানী নগর আদর্শ সমিতির সাধারণ সম্পাদক এম,এ কুদ্দুস,সংঘটনের উপদেষ্টা নজমূল হক সরদার । সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জনাব বাতিরুল হক সরদার, সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সি: সহ সভাপতি সুয়েব আহমেদ এবং বিগত দিনের হিসাব ও কার্যবিবরণী তুলে ধরেন সংঘঠনের কোষাদ্যক্ষ মোঃ মিনার আলী । সংঘটনের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর পবিত্র কোরআন থেকে তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অভিষেক এবং সদস্য ফরম উম্মোচন অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংঘটনের সহ সভাপতি আব্দুল জব্বার, জিতু মিয়া সরদার,হুসেইন আহমেদ নেফুর, মরম আলী,আতাউর রহমান বুলু , সি: যুগ্ন সম্পাদক সিতু কামাল,সংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ,সহ কোষাধ্যক্ষ শানুর মিয়া সরদার, মুনসুর আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক লখন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আফজাল হুসেইন,ক্রীড়া সম্পাদক রাশেদ আহমেদ,ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল মিয়া, কার্যকরী কমিটির অন্যতম সদস্য ইউসুফ আলী,সুমন খাঁন প্রমুখ
সভায় উপস্থিত প্রধান অথিতি স্পিকার জনাব আহবাব হুসেইন বলেন যেকুনু সামাজিক সংঘটন হচ্ছে মানবতার কল্যানে কাজ করা, আপনারাও সেটা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন এবং এই ধরণের সংঘটনের সফলতার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিঃস্বার্থ প্রতিদান,প্রতিশ্রুতি, ঐক্যবদ্ধ, ও সততা, আমরা আশা বিশ্বাস আপনারা তা বজায় রাখবেন ।।
উপস্থিত অন্যান্য অথিতিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে মাত্র ৭ মাস আগে গঠিত হওয়া গ্রেটার ভাঁড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নতুন কমিটির অল্প দিনের ভিবিন্ন কাজের বিবরণী শুনে তারা এর ভূয়সী প্রশংসা করেন, তারা এই সংগঠনের উত্তর উত্তর মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন, বালাগঞ্জ ওসমানীনগরের ঐতিহ্যবাহী দুই সংঘটনের নেতিবৃন্দ তাদের বক্তব্যে ভবিষ্যতে গ্রেটার ভাঁড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের যেকুনু কাজে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।সভার এক পর্যায়ে সংঘটনের প্রচার ও প্রকাশনা সম্পাদক লখন মিয়া সংঘটনের ৯ পৃষ্টার সংবিধান উপস্থিত সবাইকে পড়ে শুনান এবং পরবর্তীতে সাধারণ সম্পাদক নুরুল আলম রিপন সংবিধানের জন্য হ্যা//না প্রস্তাব করলে উপস্থিত সকলে হ্যা বলে সাংঘটনিক নীতিনির্ধারণী সংবিধান চূড়ান্ত করা করা হয় ।সবশেষে অভিষেক অনুষ্টানের কার্যবিধির গুরুত্বপূর্ণ অংশ সদস্য ফর্ম উম্মোচন করা হয় । সংঘটনের সভাপতি বাতিরুল হক সরদারের ফর্ম পূরণের মধ্য দিয়ে সদস্য ফর্ম উদ্ভোদন হয় এবং এ পরবর্তীতে এ সময় উপস্থিত অনেকেই তাৎক্ষণিক তা সম্পন্ন করে সংঘটনের নতুন ব্যাংঙ্ক একাউন্টে টাকা ট্রান্সফার করেন । পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং সবশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে অভিষেক এবং সদস্য ফরম উম্মোচন অনুষ্টানের কার্যবিধির ইতি হয় ।।

You might also like