নুরু সরকারের মদদপোস্ট লোক, সাহসি কথার অন্তরালে ভীরু মনের মানুষ! নুরুল হক নুর এ সময়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে!তিনি সব সময় সরকারের বিরোধিতা করেন। মানুষের অধিকার নিয়ে কথা বলেন। যখন যেখানে অন্যায় অঘটন ঘটে সেখানে তিনাকে একটি ভিডিও ফেসবুক লাইভ দিয়ে এই সরকারকে জেড়ে দেন। আবার কখনো ছোটখাট র্যালীতে যোগ দিয়ে গরম বক্তব্য দিয়ে থাকেন। বলা যায় এ সময়ে সরকারের কঠোর সমালোচক। সরকারের নিয়ন্ত্রিত সব গুলো পত্রিকা তিনার প্রশংসা করে থাকা! এত ক্ষমতা!
এখন আসি মূল কথায়! ১৩ বছর থেকে হাজার হাজার মামলা নিয়ে স্বগৌরবে মাথা উচু করে হিমালয়ের মত টিকে থাকা দলটির নাম হচ্ছে(BNP) বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সম্প্রতি নুরুল হক নুর একটি প্রতিবাদ সভার যোগ দিয়ে বক্তব্যর একটি অংশে বলেন- বিএনপি কাপুরুষতা নিয়ে রাজপতে আসবেন না! উনি কোথাকার সুপুরুষ! সরকার নুরুকে ডাল হিসেবে ব্যাবহার করছে , যাতে বিএনপি সরকারের বিভিন্ন ইসুতে কথা বলতে না পারে, আর সরকার এই সুযোগটাই দিচ্ছে নুরুকে।সরকার যখন দেখবে নুরুর ক্রেজ শেষ তখন ইমরান সরকারের মতো ছুড়ে ফেলে দিবে।