প্রবাসীর উপর হামলাকারী নগরীর জল্লারপারে সন্ত্রাসী নিয়াজ বক্স কারাগারে ।

সিলেট নগরীর এসএমপির কোতোয়ালী থানাধীন জল্লারপার বক্স হাউজ-৩১ বাসার আফজল বক্স’র পুত্র ইমাম বক্স নিয়াজকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থাকে কারাগারে প্রেরণ করেন।
মামলা সূত্রে জানা যায়, জল্লারপার ৪২ খান হাউজের বাসিন্দা আব্দুল কাইয়ুম খানের পুত্র আমেরিকা প্রবাসী কাওছার খান ২০১০ সালেল  ১ মে অনুমান ১২.৩০ ঘটিকার সময় আসামী ইমাম বক্স নিয়াজ অজ্ঞাত এক ভিক্ষুক মহিলাকে মারপিট করছিলেন। এসময় কাওছার মহিলাকে মারপিট না করার জন্য অনুরোধকরে। এসময় কাওছার ও নিয়াজের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কাওছার বাসায় আসার পথে জল্লারপাড়স্থ পাঁচ ভাই মুদি দোকানের সামনে বিগত ঐদিন অনুমান ১টার দিকে পথরোধ করে দারালো অস্ত্র দিয়ে কাওসারের শরীলে আঘাত করে একাধিক আঘাতে বুকে ও পিটে গুরুতর রক্তাক্ত জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। হামলার আঘাতে ফলে কাওসারের পিঠে ১৭টি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে কোতয়ালী থানার মামলা নং-১৫, তাং-১৫/০৫/২০২০ইং দন্ডবিধি ৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারার মামলা দায়ের করা হয়। যাহা বর্তমানে কোতোয়ালী জি.আর ১৯৮২০২০ইং হিসাবে আদালতে বিচারাধীন রহিয়াছে।

আরো পড়ুন