বাসায় ফিরেছেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ৫৩ দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত আটটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হন। বেগম খালেদা জিয়া গত ২৭শে এপ্রিল করোনা পরবর্তী জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। এর ছয়দিন পর শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে অবস্থার উন্নতি হলে এক মাস পর ৩রা জুন চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে কেবিন স্থানান্তর করা হয়। গত ১৪ই এপ্রিল বিএনপি চেয়ারপারসনের করোনা ভাইরাস পজিটিভ আসে। ওই সময় তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

https://www.facebook.com/watch/?v=551508655864305

আরো পড়ুন