বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক ফটোগ্রাফার লূৎফর রহমান বীণু ইন্তেকাল করেছেন।
সিনিয়র ফটো সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা লূৎফর রহমান বীণু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার, জুলাই ২৬, ২০২১, দুপুরে, হাসপাতালে নেয়ার পথে প্রবীণ এ সাংবাদিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
লুৎফর রহমান বীণু বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্টাফ ফটোগ্রাফার ছিলেন।
‘ছোটদের দেশনেত্রী’ নামে তাঁর একটি বই রয়েছে যেটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন তুলে ধরা হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের আলোকচিত্রে। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদ ও দৈনিক ইনকিলাবে ফটোসাংবাদিক হিসবে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ছাড়াও অনেক আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।