সংগ্রাম টিভির অন্যতম পরিচালক মঈনুল ইসলাম আজকে ইউরোপের অন্যতম প্রধান টিভি চ্যানেল ion টিভিতে যোগদান করলেন ।একজন চৌকস সাংবাদিক হিসেবে তিনি যুক্তরাজ্যে সবার কাছে পরিচিত । এর আগে বিশ্বের প্রথম বাংলা ভাষার স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউকেতে কাজ করে তিনি বিশেষ সুনাম অর্জন করেন । সংগ্রাম টিভি পরিবারের পক্ষ থেকে মঈনুল ইসলামকে জানাই অভিনন্দন ।