বুধবার ১৯.জুলাই যুক্তরাজ্য বি. এন. পির সভাপতি জনাব এম এ মালিকের সাথে এক দফা দাবিতে ইপসুইছ বি. এন পির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।এতে উপস্থিত ছিলেন ইপসুইছ বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব জুলফিকার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব আরিফ চৌধুরী ,মুক্তার আলী,আব্দুল হাই ,মেহবুব চৌধুরী ,জনি, সজ্জিত মিয়া,সজ্জাদ উল্লা,সুমন মিয়া ,মাসুম মিয়া ,ইসমাইল খান,আনসার আলী ,হিরন মিয়া প্রমুখ।