সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে আওয়ামীলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে বাংচুর করে ও পরে আগুন লাগিয়েও দেয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুরের পূর্ব ভবানীপুর এলাকার টিনশেড ঘরে আগুন লাগে। এলাকাবাসীর চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ ও তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ যুক্তরাজ্যে বসবাস করেন। কয়ছর আহমেদের স্বজনদের অভিযোগ আওয়ামীলীগ সন্ত্রাসীরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।