অবৈধ সরকারের কবলে বন্দি গনতন্ত্র,বন্দি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া,গলা টিপে ধরা গনমানুষের বাক স্বাধীনতা,হরন করা হয়েছে মানুষের বাঁচার অধিকার,খুন গুম রাহাজানি অত্যাচার দূর্নীতি আজ অবৈধ সরকারের প্রতিদিনের রুটিন মাফিক কাজে পরিনত হয়েছে,অন্ন বস্র বাসস্থান এই মৌলিক অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে , ভূলন্ঠিত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটি অবৈধ অগনতান্ত্রিক সরকারের হাত থেকে দেশ ও জাতীকে পুর্ন উদ্ধারের দেশ এবং বহিঃবিশ্বে যে চলমান আন্দোলন আর সেই আন্দোলনের অংশ হিসাবে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা কে স্কটলেন্ডে প্রতিহত করতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জোনাল কমিটির অংশ গ্রহণ প্রসংশনীয়।প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যে সভস্ত ভাই স্কটলেন্ডে গিয়েছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও সংগ্রমী শুভেচ্ছা ৷
ইনশা আল্লাহ্ এভাবে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহনে চলমান আন্দোলন হবে আরো বেগবান,হবে একদিন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত ৷