রাজশাহীতে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারেকে তারেক রহমানের ঈদ উপহার
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণ করে রাজশাহী মহানগর বিএনপি।
গতকাল সোমবার (৩ মে) রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ৫টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি সহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।