বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লন্ডন মহানগর বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং যুক্তরাজ্য বিএনপির অধীনে জোনাল কমিটি গঠনের লক্ষ্যে লন্ডন মহানগর বিএনপির সদস্য ফরম জমা দেওয়া হয়। গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫,সোমবার
ইস্ট লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা করা হয়।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম. সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদদ খালেদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমাম হাফিজ মতিউল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি তৈমুস আলী যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত,যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাউজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ. যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, টিপু আহমেদ, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ( সহ সাধারন সম্পাদক পদমর্যাদায়), সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক( সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন. যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ সালেহ গজনবী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার সহ প্রচার সম্পাদক মঈনুল ইসলাম,যুক্তরাজ্য বিএনপির সদস্য আমিনুর রহমান আকরাম, শেখ আলী আহমদ.শাহরিয়ার আহমেদ জুনেদ, লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মাস্টার আমির উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ. সহ-সভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু ,সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ. সহ-সভাপতি আব্দুর রব. সহ-সভাপতি কদর উদ্দিন. সহ-সভাপতি এমদাদ হোসেন খান. সহসভাপতি এম এ তাহের, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল শরীফ মোহাম্মদ করিম ,মাহবুব হাসান সাকিব, সহ-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ. সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, বিএনপি নেতা তোতা মিয়া. মনজুর আশরাফ খান.মোস্তাক আহমদ. নাছিম আহমেদ.যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সস্পাদক জাহাঙ্গীর আলম শিমু. সামছুল ইসলাম. লন্ডন মহানগর বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান. সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক শাকুর. সহ আইন বিষয়ক সস্পাদক ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল. ফখরুল ইসলাম.ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ. ক্রীড়া সম্পাদক সৈয়দ আতাউর রহমান. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম.লন্ডন মহানগর বিএনপির নেতা আমির হোসেন. গোলজার আহমদ. পটল মিয়া. শেরওয়ান আলী. আল মামুন. আবু বক্কর সিদ্দিক.আলী আহমদ লিটন মোড়ল. হাবিবুল গফফার মুক্তা. জয় ইসলাম মনির. হালিমুল ইসলাম হালিম. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. শামীম আহমেদ. রশিদ আহমেদ. জুয়েল আহমেদ.আরিফুল ইসলাম উজ্জল. ইরাক চৌধুরী. মোঃ মুজিবুর রহমান. মামুন সরকার. সবুর আহমেদ. সোহাগ শিকদার. বাবুল মুন্সী. সৈয়দ খবির. গিয়াস আহমেদ. কায়ছল ইসলাম. মোঃ ফজল আহমদ. মোঃ আবদুল কাদের জিলানি. আল রায়হান. আশিক আহমদ. মোঃ সুমন. আল মুমিন. মো: ফান্টু. জাকির হোসেন খান. ছাদিকুর রহমান. আবু তাইয়েব কাওছার. শাহীন জব্বার. হাসিব আলম. মাসুদ ভুঁইয়া. মুরাদ আহমেদ. মোঃ গালিব আল শোয়ইব. রুহুল আমিন. দেলওয়ার হোসেন. মোঃ রফিক. সাহেদ আহমদ. আল রায়হান. শাহ মোহাম্মদ রুমন মিয়া. আল আমিন মিয়া. এম আশরাফ উদিদন. মোঃ আনিসুর রহমান. রাসেল আহমদ. মোঃ নাজমুল হোসেন সোহাগ. মো: ফান্টু. এইচ এম ওবায়দুল ফাত্তাহ. আবুল হাসান ইমন. সুমন শিকদার. কামরুল ইসলাম ভূঁইয়া. এইচ এম ওবায়দুল ফাওাহ. ফাহিদুল আলম. আলী আশরাফ. জুনের আহমেদ. রেজাউল করিম মুন্না. নাহিদ আহমেদ চৌধুরী. কবির আহমেদ. দেলোয়ার হোসেন. নিজাম উদ্দিন. সাইদুল হক. হেলাল উদ্দিন ভূঁইয়া. শরিফ মনির. মফিজুর রহমান মুরাদ. সাইদ সারোয়ার টিটু. গোলাম রসুল পলাশ. দিদারল আলম দিদার. মাহবুবুল হক. প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে জনাব এম এ মালিক বলেন আমাদের আন্দোলন এখন ও শেষ হয়নি যতদিন পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে। তিনি লন্ডন মহানগর বিএনপির নেতৃবৃন্দকে বিগত স্বৈরাচারী সরকার পতনের আন্দোলন যুক্তরাজ্য বিএনপির ভেনগার্ড হিসেবে কাজ করেছে তাই আগামী কমিটি গঠনে যারা সক্রিয় ছিলেন তাদের কি অগ্রাধিকার দেয়া হবে।
প্রধান বক্তা কয়ছর এম আহমদ লন্ডন মহানগর বিএনপি’র স্বৈরশাসন পতনের আন্দোলনে বিগত দিনের ভূমিকা প্রশংসা করে বলেন আওয়ামী খুনি দুষ্কৃতিকারীরা দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়ে এদেশে সহ বিভিন্ন দেশে অবস্থান করছে তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট এবং প্রতিহত করার আহ্বান জানান।