বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য শফিউল বারী বাবুর ইন্তেকালে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় মঙ্গলবার (২৮ জুলাই) লন্ডনের রিজেন্ট লেক বেংকুয়েটিং হলে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পারভেজ মল্লিক এবং যুগ্ম সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল।
শোক সভা শেষে মাওলানা শামীমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন।
দোয়া মাহফিলে শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শোক সভা ও দোয়া মাহফিলে আরো উপস্তিত ছিলেন সাংবাদিক কাফি কামাল, যুক্তরাজ্য বিএনপি নেতা এনামুল হক লিটন, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলাম, সহ সভাপতি শাহ জামাল, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সিমু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শাকিল আহমেদ, ইন্জিনিয়ার আলাউদ্দিন, ওয়াসিম আহমেদ, বশির আহমেদ ফয়সল, ফজলে রহমান পিনাক, ইস্ট লন্ডন বিএনপির কবি কাউসার আহমেদ, কামরুজ্জামান, বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নাসির স্বেচ্ছাসেবক দলের কাজী ফয়সল, মফস্বল আলী, জাকির হোসাইন,কামাল হোসাইন, ছয়ফুল ইসলাম, সুয়েব আহমেদ, শোভন আহমেদ, দুলাল আহমেদ, জমির মিয়া প্রমুখ।
শোক সভা ও দোয়া মাহফিল শেষে নাসির আহমদ শাহিন জানান খুব দ্রুত শফিউল বারী বাবু স্মরণে একটি ভার্চুয়াল স্মরণসভা আয়োজন করবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল