শফিউল বারী বাবু’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মোশারফ হোসেন এমপি ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু’র মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বগুড়া ৪ আসনের বিএনপি’র এমপি জনাব মোশারফ হোসেন।
এক শোকবার্তায় কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া -৪ আসনের এমপি জনাব মোশারফ হোসেন বলেন শফিউল বারী বাবু’র মৃত্যুতে মরহুমের পরিবারের মতো স্বেচ্ছাসেবক দল অভিভাবক শুন্য ও গভীরভাবে শোকাহত । তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন লড়াকু সৈনিক । গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তাঁর অবদান ছিল অপরিসীম ।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।