সরকারের প্রনোদনা ৭২,৭৫০ কোটি টাকা যদি ১৮ কোটি জনগনের মাঝে সমান ভাগে ভাগ করে বন্টন হয় তাহলে জনপ্রতি পাবে ৪০৪১.৬৬ টাকা।

সরকারের প্রনোদনা ৭২,৭৫০ কোটি টাকা যদি ১৮ কোটি জনগনের মাঝে সমান ভাগে ভাগ করে বন্টন করা হয় তাহলে জনপ্রতি পাওয়ার কথা ৪০৪১.৬৬ টাকা।

এখন দেখা যাক জনগন কত পায়?
ও_হ্যা আরেকটা হিসেব করা যাক?

করোনা পরিস্থিতি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

ধন্যবাদ প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মোট ১৮ কোটি জনগন।

প্রতি পরিবারের সদস্য সংখ্যা গড়ে তিনজন ধরা হলেও দেশে মোট পরিবারের সংখ্যা (১৮÷৩)=৬ কোটি।

প্রত্যেক পরিবারের ১ মাসের খোরাক—?

৫০ কেজি চাউল=১৫০০ টাকা
৫ কেজি ডাল = ৩০০ টাকা
২.৫কেজি তেল= ২০০ টাকা
১০ কেজি আলু= ২০০ টাকা
৩ কেজি পিয়াজ= ১০০ টাকা
নগদ-প্রদান
(সবজির জন্য)= ৭০০ টাকা
___________________________
সর্বমোট = ৩০০০ টাকা

৬ কোটি পরিবার x ৩০০০ টাকা= ১৮,০০০ কোটি টাকা খরচ হবে।
বাকি থাকবে আরো ৫৪ হাজার ৭৫০ কোটি টাকা যা দিয়ে অন্য সেক্টর গুলো সামলানো যাবে।

প্রত্যেক পরিবারের ০১ মাসের খোরাক দিয়ে সমস্ত বাংলাদেশ ৩০ দিনের জন্য লক ডাউন করে দেন।

বিঃ-দ্রঃ- আমার টা আমার বাসায় যেনো পৌঁছে

আপনার দলের লুটপাট কারী নেতাকে এই দায়িত্ব না দিয়ে সেনাবাহিনী,পুলিশ,নৌবাহিনী,বর্ডার গার্ড, RAB সবাইকে কাজে লাগান ত্রাণ বিতরণে ও লক ডাউনে।

৩০ দিন বাংলাদেশকে গৃহবন্দি রাখেন দেশকে ৩০ বছর পিছিয়ে পড়া থেকে বাঁচান।

আরো পড়ুন