সংগ্রাম ডেস্ক: অভিভক্ত সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম – আহবায়ক ও কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুকিতুল আহসান রঞ্জুর মায়ের কুলহানী আজ অনুষ্ঠিত হয় রাজধানীর গোলাপবাগ জামে মসজিদ কমপ্লেক্সে।
সাবেক ছাত্রনেতা রঞ্জুর সদ্য প্রয়াত মমতাময়ী মা’য়ের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মোনাজাত করা হয়।
কুলখানি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও প্রচার দল উপদেষ্টা জননেতা ইয়াছিন আলী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল-বিএনপিপি সভাপতি মাহফুজ কবির, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আজিজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাওসার, পাভেল শিকদার, ওয়ারী থানা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মুহাম্মদ বুলবুল,ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজন,স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ সহ প্রমূখ।