হাসিনাকে স্কটল্যান্ডে প্রতিরোধ করার লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল

বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামুয়ালাইকুম

যেখানে হাসিনা সেখানেই প্রতিরোদ

প্রিয় ব্ন্ধুরা ও সহঝোদ্ধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে দোয়া ও বাংলাদেশের বিনা ভোটের নিশিরাতের সরকারের অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে আসা উপলক্ষে হাসিনাকে স্কটল্যান্ডে প্রতিরোধ করার লক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেছে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। উক্ত প্রতিবাদ সভায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মী ও জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। তারিখ: ১৮/১০/২০২১ সোমবার।

স্থান : রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হল। REGENTS LAKE BANQUETING HALL 221 Grove Road London E3 5SN

সময় : রাত ৮ ০০ ঘটিকা (সভার পরে নৈশভোজের জন্য বিনীত নিমন্ত্রণ রইলো)

অনুরোধে:

নাসির আহমেদ শাহীন- সভাপতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল।

মোহাম্মদ আবুল হোসেন- সাধারন সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল।

আরো পড়ুন